ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আইপিএনইডি’র এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি এমপি আরমা দত্ত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
আইপিএনইডি’র এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি এমপি আরমা দত্ত

ঢাকা: ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশন (আইপিএনইডি) এর এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আরমা দত্ত৷

ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশন এর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য গত ১২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ভোট কার্যক্রম চালু ছিল। আরমা দত্তের বৈশ্বিক নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতার জন্য বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানরা তাকে এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।

তিনি শিক্ষা বিষয়ক প্রতিনিধি নির্বাচিত হন৷

আরমা দত্ত ভাষা আন্দোলনের অন্যতম প্রবর্তক ও স্বাধীনতা সংগ্রামের বিশেষ কান্ডারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী।
এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহিলা আসন-১১ হতে মনোনীত আরমা দত্ত এমপিকে আইপিএনইডি’র এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া আইপিএনইডি’র শিক্ষা বিষয়ক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আরমা দত্ত দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।