ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ৪ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ৪ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের র‌্যালি থেকে ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মেহেদী হাসান (২১), মোহাম্মদ আলী (১৮), মো. মিয়াদ (১৮) ও নাসির উদ্দিন (২৪)। এদের মধ্যে নাসির শিবিরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার ছাত্র কল্যাণ সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে শিবির কর্মীরা শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে বিজয় দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করে। এ সময় র‌্যালি থেকে চার শিবির কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।