ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াদে বিজয় দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
রিয়াদে বিজয় দিবস উদযাপন রিয়াদে বিজয় দিবস উদযাপন

ঢাকা: নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।  

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি প্রবাসীদের ভিশন-২০৪১ অনুযায়ী বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

মহান বিজয় দিবসের আলোচনা সভায় রাষ্ট্রদূত এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তারা ও রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার অভিবাসীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলানিউজকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীর কর্মসংস্থানের পাশপাশি দু’দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উম্মোচিত হয়েছে। বাংলাদেশ আজ সৌদি ব্যবসায়ীদের কাছে এক আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য বলে বিবেচিত হচ্ছে।  

রাষ্ট্রদূত সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে বিভিন্ন খাতে বাংলাদেশের অংশগ্রহণের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির আহ্বান জানান।

আলোচনা সভায় প্রবাসী কমিউনিটি নেতারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ও দেশের সার্বিক অগ্রগতির ওপর আলোকপাত করেন। অভিবাসীদের জন্য দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিতে দূতাবাসে পাসপোর্ট প্রিন্টিং যন্ত্র স্থাপনের আবেদন জানান।

দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এছাড়া প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গনে বিজয় মেলা, মেডিক্যাল ক্যাম্প ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাস চত্বরে মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে অভিবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।  
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।