ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের জন্য ‘শিশুপার্ক’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের জন্য ‘শিশুপার্ক’ 

হবিগঞ্জ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা কারাগারে নারী বন্দীদের সঙ্গে থাকা তাঁদের শিশু সন্তানদের জন্য মিনি ‘শিশুপার্ক’ স্থাপন করা হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক উৎকর্ষ বিকাশের জন্য এতে নানা রকম রাইড ও খেলার সামগ্রী রাখা হয়েছে।

 

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এই ইনডোর মিনি ‘শিশুপার্কটির’ উদ্বোধন করেন। কারা কর্তৃপক্ষ এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির যৌথ উদ্যোগে এটি স্থাপন করা হয়। নাম দেওয়া হয়েছে ‘শিশু নিকেতন’।

এতে শিশুদের জন্য প্লে­প্যান, এলিফ্যান্ট দোলনা, ইয়ো ইয়ো ফিশ, ডিয়ার রাইডার, মিকি রাইডার, তিন চাকার গাড়ি, প্লাস্টিকের ঘোড়া, শিশুতোষ গল্পের বই ও অন্যান্য খেলনা সামগ্রী রাখা হয়েছে।  

কারাগারটির জেলার জয়নাল আবেদীন ভূঞা জানান, অনুর্ধ্ব-৫ বছরের শিশুদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। বুধবার পর্যন্ত কারাগারে ৩ জন শিশু ছিল। তাদের একজনের মা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে ও বাকি দুইটি শিশুর মা হত্যা মামলায় কারাবন্দী। কারাকর্তৃপক্ষ শিশুদের জন্য শিশুখাদ্যসহ বিভিন্ন বিশেষ সুবিধা দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত জেল সুপার প্রতীক মণ্ডল, জেলার জয়নাল আবেদীন ভূঞা, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ডা. আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।