ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ কমেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ কমেছে

ঢাকা: ‘২০২০ সালে বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ হ্রাস পেয়েছে। একইসঙ্গে সন্ত্রাস-সম্পর্কিত তদন্ত এবং গ্রেফতার বেড়েছে’।


 
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য এসেছে।  

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম -২০২০ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়, ২০২০ সালে তিনটি নির্দিষ্ট সন্ত্রাসী ঘটনা ঘটেছে। তবে, সেই ঘটনায় কোনো মৃত্যু হয়নি। আর আগের বছরগুলোর মতোই এসব হামলার সঙ্গে দেশের সন্ত্রাসীদের সঙ্গে আইএসআইএস বা একিউআইএসসহ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকা সম্ভাবনা বাংলাদেশ সরকার অস্বীকার করেছে।

বাংলাদেশের স্পেশাল ট্রাইব্যুনাল হলি আর্টিসান বেকারি হামলায় ২০১৯ সালে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টে এ বিষয়ে আপিল বিচারাধীন। হলি আর্টিজান হামলাকারীরা আইএসআইএসের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছিল।

বাংলাদেশে গুরুতর সন্ত্রাসী মামলায় বিচারের দীর্ঘসূত্রিতা ও সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থার ঘাটতি বৈশ্বিক মহামারি চলাকালে আরো প্রকট হয়ে উঠেছে। এ সংক্রান্ত মামলার রায় ১৫ শতাংশেরও কম।

বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের প্রতি জিরোটলারেন্স নীতি এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভূ-খণ্ড ব্যবহার না করতে দেওয়ার বিষয়ে অব্যাহতভাবে বলে আসছে। ২০২০ সালের জানুয়ারিতে একটি নতুন জাতীয় সন্ত্রাস দমন ইউনিট যাত্রাও শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।