ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালী

বাগেরহাট: বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালী (৭২) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিকেলে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

দাফনের আগ মুহূর্তে বাগেরহাট মডেল থানার একটি চৌকোষ দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করে। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বিজয় দিবসের শুভেচ্ছা উপহার নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম। এসময় তার  শারীরিক অবস্থার খোঁজ খবর নেই। একদিনের ব্যবধানে তিনি পৃথিবী থেকে চলে গেলেন,  তার এই মৃত্যুতে আমি মর্মাহত। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করি।

জেলা প্রশাসক আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালী আর্থিকভাবে কিছুটা অস্বচ্ছল ছিলেন। তার সন্তানদের পড়াশোনার জন্যে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা বীর নিবাস  প্রকল্পের আওতায় তাকে ১৪ লাখ টাকা ব্যয়ে একটি বসত ঘর তৈরি করে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তার ঘরের কাজ শুরু হবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

মোতালেব ঢালী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রীসহ পাঁচ ছেলে-মেয়ে রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।