ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে নদী থেকে বালু উত্তোলন, আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
সিলেটে নদী থেকে বালু উত্তোলন, আটক ৪

সিলেট: সিলেট সদরের চেংগের খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাদাঘাট নোয়াগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলো-সাইদুর, সুজন, দীন ইসলাম ও মইনুল।
 
স্থানীয় সূত্র জানায়, বাদাঘাট সংলগ্ন চেংগেরখাল থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এ ঘটনায় কয়েকটি মামলাও হয়েছে। শুক্রবার বালু উত্তোলনের সময় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তাৎক্ষণিক তিনি পুলিশকে নির্দেশ দিলে বালু উত্তোলনে জড়িতদের আটক করা হয়।
 
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বালু উত্তোলনের ঘটনায় জড়িত ৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
 
এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ তাহমিনা আক্তার বলেন, আটকদের নামে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।
 
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।