ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ভটভটি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
গোমস্তাপুরে ভটভটি উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি উল্টে ভটভটির চালকের মৃত্যু হয়েছে।  

উপজেলার চৌডালা ইউনিয়নের বেলার বাজার এলাকায় রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভটভটি উল্টে এ ঘটনা ঘটে।

নিহত ভটভটি চালকের নাম সাজু (২২)। তিনি চৌডালা বাজার পাড়ার মোকবুল হোসেনের ছেলে।  

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বাংলানিউজকে জানান, ভটভটিতে মুরগি নিয়ে শিবগঞ্জ উপজেলার কানসাটে যাচ্ছিল সাজু। চৌডালা ইউনিয়নের বেলার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।