ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন ...

যশোর: যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই এলাকার আকবর আলীর ছেলে ও পেশায় চা-দোকানি। পূর্ব বিরোধের জের ধরে সাব্বিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১টার দিকে সাব্বির ও তার বন্ধুরা বাস টার্মিনাল এলাকায় আড্ডা দিচ্ছিলেন।

এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা সেখানে গেলে সাব্বিরের সঙ্গীরা পালিয়ে যায়। সাব্বিরকে একা পেয়ে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিগত পৌর নির্বাচনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নয়নের বিপক্ষে অবস্থান নেওয়ায় সাব্বিরের ওপর হামলা করা হয়। এছাড়া পার্শ্ববর্তী ছোটনের মোড়ে গত ২২ জুলাই রাতে শাওন ওরফে টুনি শাওনের হত্যার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি (তদন্ত) রুপন কুমার সরকার বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে চা দোকানি সাব্বিরকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।