ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ.লীগ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ.লীগ প্রার্থীকে জরিমানা তোরণ।

সুনামগঞ্জ: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিম মাহমুদকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার ১৬ (ক) ধারা অবমাননা করে নির্বাচনী প্রচারণার জন্য তোরণ নির্মাণ করায় ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হক ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের এই প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬’ এর ধারা ১৬ (ক) অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় গেট, তোরণ বা ঘের নির্মাণ করতে পারবেন না।

জানা যায়, সোমবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ প্রার্থী আজিম মাহমুদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন এই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগ প্রার্থী বিধিমালার ১৬ (ক) লঙ্ঘন করে ইউনিয়নের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ এবং বিধিমালার ১৭ (ক) লঙ্ঘন করে সমর্থকদের মধ্যে টি-শার্ট বিতরণ করেছেন।  

রিটার্নিং কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব বাংলানিউজকে জানান,  আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।