ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন যাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
অজ্ঞান পার্টির খপ্পরে সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন যাত্রী

ঢাকা: রাজধানী থেকে বাসে করে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ ফেরার পথে হেলাল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

হেলাল উদ্দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ডেমরায় করিম জুট মিলে চাকরি করেন।

তার শ্যালক মো. মানিক শেখ বাংলানিউজকে জানান, হেলাল গ্রামের বাড়ি থেকে যাতায়াত করে ঢাকায় অফিস করেন। মঙ্গলবার দুপুরে কাজ শেষে সিরাজদিখান পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। পরে ইছাপুর সরকারি হাসপাতাল থেকে তারা হেলালের অচেতন হওয়ার খবর পান। চেতনানাশক কিছু খেয়ে অচেতন হয়ে পড়লে বাসের স্টাফরা তাকে ওই হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

মো. মানিক অভিযোগ করে বলেন, একটি জমি বিক্রির বায়নার সাড়ে ৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন হেলাল। তবে অচেতন হওয়ার পর তার কাছে কোনো টাকা পাওয়া যায়নি। তার প্যান্টের পকেটও কাটা ছিল। অজ্ঞান পার্টির সদস্যরা সেই টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা স্টোমাক ওয়াশের পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেছেন। তার কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।