ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ঝোপের ভেতরে শিশুর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
বিজয়নগরে ঝোপের ভেতরে শিশুর মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঝোপের ভেতর থেকে রিয়াদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার  (২২ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মসজিদের পাশের ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ গোপালপুর গ্রামের মো. ডালিম মিয়ার ছেলে।  

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সন্ধ্যায় রিয়াদ বাড়ির কাছাকাছি মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করেন। রাতে মসজিদের পাশে ঝোপঝাড়ে রিয়াদকে অচেতন অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।