ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বেড়েছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
খুলনায় বেড়েছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় খুলনায় বেড়েছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড়

খুলনা: খুলনায় ঝেঁকে বসেছে শীত। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কদর বেড়েছে গরম কাপড়ের।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে মহানগরীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলে ক্রেতাদের ভিড় বেড়েছে।

খুলনার নিক্সন মার্কেটের শীত কাপড়ের দোকানগুলোতে ব্যাপক ভিড় চোখে পড়েছে। শুধু নিম্নবিত্ত নয় মধ্যবিত্ত ক্রেতারাও ঝুঁকছেন এসব দোকানে।

বিক্রেতারা জানান, শীতের কাপড়ের মধ্যে জ্যাকেট, সোয়েটার, চাঁদর, লং কোর্ট, মাফলার, হাত মোজা ও পা মোজা বিক্রি করেন তারা। ক্রেতাদেরও চাহিদা রয়েছে এসবে।

দাম, মান আর দোকানভেদে বিভিন্ন ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে ফুটপাতের ভাসমান দোকানগুলোতে এসব কাপড় বিক্রি হচ্ছে খুব বেশি। ফুটপাতে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে হরেক রকমের গরম পোশাক। উলের তৈরি সোয়েটার, চাদরের সঙ্গে এসেছে শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, ব্লেজার, ছোটদের গরম কাপড়ের সেট, টুপিসহ আরও অনেক ধরনের পোশাক। লেপ-কম্বলের পাশাপাশি শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে নতুন অনুষঙ্গ হিসেবে এবার ভালো বিক্রি হচ্ছে কমফোর্টার।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে নিক্সন মার্কেটের মেসার্স রানু গার্মেন্টেসের মালিক মো. আবু সাঈদ বাংলানিউজকে বলেন, খুলনায় বেশ কদর রয়েছে কমফোর্টারের। ফ্যামিলি সাউজের একটি কমফোর্টার বিক্রি হচ্ছে ২০০০ - ২৫০০ টাকা দরে।

শিউলী রহমান নামের এক ক্রেতা বলেন, লেপ, কাঁথা,কম্বল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ঝামেলার কারণে এ বছর কমফোর্টার কিনেছি। ব্যবহার সহজ ও দামেও কম। ফ্যামিলি সাউজের একটি কমফোর্টার ২৫০০ টাকায় কিনেছি।

ডাকবাংলোর মোড়ের ফুটপাতে শীত বস্ত্র বিক্রেতা মামুন বলেন, আমরা স্বল্প সময়ের জন্য ফুটপাতে শীতের পোশাক বিক্রি করি। খুলনায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কাপড় বিক্রি বেশ ভালো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২ , ২০২১
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।