ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো বসুন্ধরা গ্রুপ কম্বল বিতরণ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।  

বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক কালেরকণ্ঠের শুভসংঘের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।  

শুভসংঘ বাগেরহাটের সভাপতি অধ্যাপক মোস্তাইদুল আলম রবির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কালেরকন্ঠের সিনিয়র সম্পাদক ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহান, কালেরকন্ঠ-শুভসংঘ বাগেরহাটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু, শুভসংঘের জীবন, রাফি, শামস জেবিন প্রমুখ। এদিন বাগেরহাট জেলায় দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষেরা।  

কম্বল পাওয়া সিদ্দিকুর রহমান ও স্বপন কুমার শীল বলেন, শীতে খুব কষ্ট হচ্ছিল। এ কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

অসহায় খুশি বেগম ও ছেতারা বলেন, শীতে অনেক কষ্ট পাচ্ছিলাম। কেউ কেউ পুরাতন কাপড় দিলেও গায়ে দিয়ে ঘুমানোর মতো কোনো কিছু ছিল না। এ বছর এই প্রথম কম্বল পেলাম। খুবই উপকার হল আমাদের। যারা এই কম্বল দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

কালেরকন্ঠের সিনিয়র সম্পাদক ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সারা দেশেই শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছেন। এর অংশ হিসেবে আমরা বাগেরহাটে দুই হাজার মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করলাম। ভবিষ্যতেও আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।