ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা 

নেত্রকোনা: নেত্রকোনায় মজিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২২ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে ফেরেননি। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই (১০০ গজের মধ্যে) একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা আগুনে পোড়ানো দেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মজিবুর রহমানের বড় ভাই আতাউর রহমান বাংলানিউজকে বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিল। তাকে কে বা কারা বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরে পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।