ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে মালদ্বীপের মালে ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল তাকে অভ্যর্থনা জানান

ঢাকা: ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় মালদ্বীপ পৌঁছান তিনি।

এর আগে বুধবার দুপুর ১২টা ১১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দ্বৈত কর পরিহার এবং বন্দি বিনিময় বিষয়ে দুটি চুক্তি হতে পারে। এছাড়া স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ।

মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর মালেতে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানাবেন ইব্রাহিম সলিহ। এ সময় বাংলাদেশের সরকারপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে চুক্তি সই হতে পারে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।

২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেস্ট ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেবেন শেখ হাসিনা।

এছাড়া ২৪ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় (ভার্চ্যুয়াল) যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে আগামী ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।