ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মোস্তফা কামালের ‘ডিজিটাল ডাস্টবিন’ উদ্বোধন বৃহস্পতিবার

স্বপন চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
সাংবাদিক মোস্তফা কামালের ‘ডিজিটাল ডাস্টবিন’ উদ্বোধন বৃহস্পতিবার উদ্বোধনের অপেক্ষায় সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ‘ডিজিটাল ডাস্টবিন’

সিরাজগঞ্জ: সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ‘ডিজিটাল ডাস্টবিন’ উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)। সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে (ভাসানী কলেজের সামনে) ‘নগর সাফ সৌধ’ নামে এই ডাস্টবিনের উদ্বোধন করা হবে।

এরপর পরীক্ষামূলক এটির কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য।

এ ডাস্টবিনের উদ্ভাবক স্থানীয় দৈনিক যমুনা প্রবাহর সম্পাদক মোস্তফা কামাল বলেন, পৌরসভার উদ্যোগে ভাসনী কলেজের সামনে এ ডাস্টবিনটি  স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এছাড়াও ছোট-বড় আরও ৪টি ডিজিটাল ডাস্টবিন সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্থাপনের জন্য অর্ডার দিয়েছে সিরাজগঞ্জ পৌরসভা।

প্রসঙ্গত, সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ও  তার মটর ও শিল্পযন্ত্র প্রকৌশল সংস্থায় এই নগর সাফ সৌধ (ডিজিটাল ডাস্টবিন) মেশিনটি নির্মাণ করা হয়েছে। মেশিনটি নগর পরিষ্কারের কাজকে একেবারে সহজ করে দেবে। মাত্র একজন কর্মী একটি ড্রাম ট্রাক নিয়ে অতি দ্রুত শহরের সব আবর্জনা অপসারণ করতে পারবেন।

সম্পূর্ণ পরিবেশ বান্ধব স্বয়ংক্রিয় নগর পরিস্কার ব্যবস্থা গড়ে তুলতেই এটি নির্মাণ করা হয়েছে বলে উদ্ভাবক মোস্তফা কামাল জানান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।