ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে বাসায় পড়েছিল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
শ্যামপুরে বাসায় পড়েছিল বৃদ্ধের মরদেহ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুর ডিআইটি প্লট এলাকার একটি বাসা থেকে হাফিজ মোল্লা লতিফ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মৃতের স্ত্রী ও অসুস্থ আরও একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ডিসেম্বর) বেলা ৩টার দিকে হাফিজ মোল্লা মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল কুমার দাস জানান, দুপুর ২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে একজনকে মৃত অবস্থায় পাই। এই ঘটনায় মৃতের স্ত্রী জুলেখা ও এক বন্ধুকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, মৃত ও অসুস্থরা ভিক্ষাবৃত্তি করতো। ধারনা করা হচ্ছে, বাইরের কোনো খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মৃত ব্যক্তির ছেলে আব্দুর রাজ্জাক জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তার বাবা দ্বিতীয় বিয়ে করে শ্যামপুর এলাকায় থাকতেন এবং ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তার সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। বুধবার বিকালে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে বাবার বাসায় গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২,২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।