ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধা মুক্ত দেশ গড়তে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধা মুক্ত দেশ গড়তে হবে’ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

ঢাকা: বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার (২২ ডিসেম্বর) ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’-শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন।

 

মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে এ আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরুর ইতিহাস সংক্ষেপে তোলে ধরেন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।  

বিজয় দিবসের এ আলোচনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে একসাথে দেশ বিনির্মাণে ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানব সম্পদ বিভাগের পরিচালক ড. মো. শাকিল আহমেদ।  

উপস্থাপিত প্রবন্ধর উপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থা প্রধানরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি অমর, আর তিনি অমর বলেই তার অনুপস্থিতিতেও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দ্বারপ্রান্তে।  

তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জনে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসকে/জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।