ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে হতাহতের ঘটনায় তুরস্কের গভীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
লঞ্চে হতাহতের ঘটনায় তুরস্কের গভীর শোক

ঢাকা: সুগন্ধা নদীতে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকার তুরস্ক দূতাবাস।
শনিবার (২৫ ডিসেম্বর) এক শোকবার্তায় তুরস্ক দূতাবাসের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

শোক বার্তায় উল্লেখ করা হয়, ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দূরে সুগন্ধা নদীতে  বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতদের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।