ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঙ্গু নদীতে আরও ১ পর্যটকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সাঙ্গু নদীতে আরও ১ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার তারাছার বাদুর ঝর্ণায় গোসল করতে নেমে ডুবে যাওয়া মোছাম্মৎ আদনিন নামে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানের তারাছা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাকির এই লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

আদনিনের নারায়ণগঞ্জ জেলার ফুতুল্লা এলাকায় নাম জহিরুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, রাতে প্রচণ্ড ঠাণ্ডা থাকায় উদ্ধারকারী দল নিখোঁজ দুই পর্যটক উদ্ধারে নামতে পারেনি, তবে সকালে উদ্ধার তৎপরতায় নামে একটি ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির পরে বাদুরছড়া ঝর্ণার পাশে সাঙ্গু নদীর একটি বাঁক থেকে আদনিনের মরদেহ উদ্ধার করে ডুবরি দল। এদিকে আহনাফ আকিব নামে আরও একজন পর্যটক এখনও পানিতে নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে বান্দরবান বেড়াতে এসে সদর থেকে নৌকা করে তারাছার বাদুর ঝর্ণা দেখতে গিয়ে পানিতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মৃত্যু হয় মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের আর এসময় পানিতে ডুবে নিখোঁজ হয় দুইজন আর সকালে তাদের মধ্যে মোছাম্মৎ আদনিনের মরদেহ উদ্ধার হলেও এখনো পানিতে নিখোঁজ আহনাফ আকিব।

ঝর্ণা দেখতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।