ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিব উদ্যানে শায়িত হবেন জয়নাল হাজারী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
মুজিব উদ্যানে শায়িত হবেন জয়নাল হাজারী মুজিব উদ্যানে শায়িত হবেন জয়নাল হাজারী

ফেনী: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর জানাজা ও দাফন মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে শহরের মাস্টারপাড়ায় মরহুমের বাড়ি আঙ্গিনায় মুজিব উদ্যানে তার দাফন সম্পন্ন হবে।

এই মুজিব উদ্যানে তাকে কবরস্থ করার জন্য মৃত্যুর আগে তিনি স্বজনদের অনুরোধ করেছিলেন।  

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার পূর্বে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে।

সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাব হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মৃত্যু হয়। একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

দেশব্যাপী আলোচিত এ নেতা ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আরও পড়ুন>>

জয়নাল হাজারী আর নেই
জয়নাল হাজারীর মৃত্যু: একটি রাজনৈতিক অধ্যায়ের অবসান

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।