ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৫ বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি পুনর্নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
২৫ বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি পুনর্নির্বাচিত

ঢাকা: ২৫ বিসিএস ফোরামের (সব ক্যাডার) বিদ্যমান কার্যনির্বাহী কমিটিকে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ২০১৯-২০ মেয়াদের সভাপতি, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (প্রশাসন ক্যাডার) মো. কামরুল আহ্সান তালুকদারকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (পোস্টাল ক্যাডার) শরীফ লতীফকে পুনরায় সাধারণ সম্পাদকসহ ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সবাইকে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করা হয়।  

সাধারণ সভায় ২৫তম বিসিএস ফোরামের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন ও সংযোজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার ও উপসচিব ইসরাত জাহানের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।