ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক বুলু আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
সাংবাদিক বুলু আর নেই

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাংবাদিক রুহুল আমিন বুলু আর নেই।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রুহুল আমিন বুলুর বাড়ি বহরপুর ইউনিয়নের চরগুয়োদাহ গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর তিনি বুকে ব্যথা নিয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর কিছুটা সুস্থ বোধ করলে বাড়িতে চলে যান তিনি। ২৯ ডিসেম্বর পুনরায় অসুস্থ বোধ করলে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

রুহুল আমিন বুলু দৈনিক দিনের খবর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জি নিউজের রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে ও পল্লী বন্ধু সংস্থার নির্বাহী পরিচালক, রাজবাড়ী জেলা চর-অ্যালাইন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।