ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় হাসান পারভেজ (৪৪) এবং আব্দুল হক ভূঁইয়ার (৪৩) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।

বুধবার (২৯ ডিসেম্বর) কালনা-নড়াইল সড়কের লোহাগড়া পৌর এলাকার মাইটকুমড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসান উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও মশিউর রহমান লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া দক্ষিণপাড়ার আব্দুল হক ভূঁইয়ার ছেলে। তারা পেশায় বই ব্যবসায়ী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৯ ডিসেম্বর) কালনায় মধুমতীতে নির্মাণাধীন সেতু দেখতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন মশিউর রহমান। এসময় হাসান পারভেজ পেছনে বসা ছিলেন। মাইককুমড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেল সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর নেওয়ার পথে হাসান পারভেজের মৃত্যু হয়।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মশিউরের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।