ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিক্যাবের সভাপতি লোটাস, সাধারণ সম্পাদক মঈন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ডিক্যাবের সভাপতি লোটাস, সাধারণ সম্পাদক মঈন ডিক্যাবের সভাপতি লোটাস ও সাধারণ সম্পাদক মঈন

ঢাকা: ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এর ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউএনবির এ কে এম মঈনুদ্দিন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২২ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিক্যাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বাংলানিউজটোয়েন্টিফোর.ডট কমের তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ পদে স্পাইস টিভির এহসান জুয়েল, দফতর সম্পাদক পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বার্তা২৪.কমের খুররম জামান, বাসসের তানজিম আনোয়ার, চ্যানেল২৪ এর মোর্শেদ হাসিব, সময়ের আলোর এম এ কে জিলানী, দৈনিক জবাবদিহির আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।