ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বর্ষ বিদায়-২০২১ 

পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বর্ণাঢ্য আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বর্ণাঢ্য আয়োজন

ঢাকা: ২০২১ সালকে বিদায় জানাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে পার্লামেন্ট মেম্বারস ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (৩১ ডিসেম্বর) পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্পিকার।

এ সময় স্পিকার অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বাস্কেটবল, হাড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাসিং খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।