ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিজড়া-যৌনকর্মীদের ডিগনিটি কিট ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
হিজড়া-যৌনকর্মীদের ডিগনিটি কিট ও শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে অসহায় শতাধিক তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীর মধ্যে ইউএন ওমেনের আর্থিক সহযোগিতায় ডিগনিটি কিট (সুরক্ষা সামগ্রী) ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের খলিলগঞ্জ এলাকায় এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (এএফএডি) আয়োজনে নিজস্ব অফিস চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফএডি’র নির্বাহী প্রধান সাঈদা ইয়াসমিন, একাউন্টস (লজিস্টিক) খায়রুন নাহার চম্পা, তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা (কেপিডিও) জেলা কমিটির সভাপতি মো. আবু আজাদ রানা, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

‌বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।