ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

জগন্নাথপুরে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
জগন্নাথপুরে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে মুজ্জামেল হক (১১) নামের এক স্কুলছাত্র মৃত্যু হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুজ্জামেল জগদ্বীশপুর গ্রামের মশাহিদ মিয়ার ছেলে। সে জগদ্বীশপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, উপজেলার জগদ্বীশপুর-নোয়াপাড়া সড়কের জগদ্বীশপুর এলাকায় চলন্ত একটি ট্রাক্টরের পিছনে উঠতে গিয়ে পা পিছলে ট্রাক্টরের চাকার সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মুজ্জামেল মারা যায়।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রাক্টর চালক মুজ্জামেলের আপন খালাত ভাই। দুর্ঘটনায় পরিবারের কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।