ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুতার কারখানায় আগুন: মালিককে গ্রেফতারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
জুতার কারখানায় আগুন: মালিককে গ্রেফতারের দাবি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড নামের জুতার কারখানার আগুনে পুড়ে ৩ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানা মালিক ও কলকারখানা পরিদর্শক সহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে শ্রমিকদের কয়েকটি সংগঠন নিয়ে গঠিত গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

এসময় তারা নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনেরও দাবিও জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, রানা প্লাজা, তাজরীন, টাম্পাকোর পর আবারও মালিকের অতি মুনাফার লোভ ও রাষ্ট্রের অবহেলার নির্মম শিকার হলেন ৩ জন অপ্রাপ্ত বয়স্ক শ্রমিক। অগ্নি নির্বাপণের জন্য ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না, গেট খোলা থাকার কথা থাকলেও গেট তালা বদ্ধ ছিল। গেট খোলা থাকলে হয়ত এসকল শ্রমিক বাঁচতে পারত। মালিকের অব্যবস্থাপনা দায়ী অনতিবিলম্বে মালিক গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

নেতারা জানান, শিশুশ্রম নিষিদ্ধ থাকার পরও আইনের তোয়াক্কা না করে কারখানাটিতে ১২ বছর থেকে ১৭ বছর পর্যন্ত শিশু-কিশোর শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এত সব অনিয়ম দেখার দায়িত্ব ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কল-কারখানা পরিদর্শন অফিসের। অথচ তারা কারখানা পরিদর্শন করেনি। ফলে এটি একটি রাষ্ট্রীয় অবহেলাজনিত কাঠামোগত হত্যাকাণ্ড তারা এর বিচারের দাবি করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন দেওয়ান, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মানববন্ধন ও প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০২২
এসএফ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।