ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় উদ্বোধনের অপেক্ষায় পৌর শিশু পার্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
মাগুরায় উদ্বোধনের অপেক্ষায় পৌর শিশু পার্ক

মাগুরা: মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ও লক্ষীকান্দ্র কুমার নদীর তীরে গড়ে উঠেছে পৌর শিশু পার্ক। চলতি মাসেই পার্কটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের।

শিশু পার্ক নির্মাণের ফলে শিশু মানসিক বিকাশ ও চিত্ত বিনোদনের বড় সহায়ক হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

আজ (৩ মার্চ) বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা যায়, পার্কের অধিকাংশ কাজ প্রায় শেষের পথে। এখন চলছে ঘোঁসা মাজা ও রং তুলির কাজ।

নির্মাণাধীন শিশু পার্কে শিশুরা রেল গাড়ি, নাগর দোলাসহ অসংখ্যা রাইড ব্যবহার করতে পারবেন। এই পৌর পার্ক নির্মাণের মধ্যে মাগুরাবাসীর দীর্ঘ দিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।

পৌর কর্তৃপক্ষ বলছেন, নির্মাণাধীন পার্কটিতে ট্রেন ছাড়াও ৩২টি আসনের হানি সুইং, ২০ আসনের ম্যারি গো রাউন্ড, ১৬ আসনের প্যারা টোপার ইলেকট্রিক্ট বাম্পার কারসহ শিশুদের জন্য বেশি কিছু রাইড থাকছে। এর পাশাপাশি দুটি কটেজ, রান্নার জায়গা, পাবলিক টয়লেট ও গাড়ি রাখার ব্যবস্থা।

পৌর পার্কে ঘুরতে আশা নমিতা রানী বলেন, লক্ষীকান্দ্র ও পারনান্দুয়ালী গ্রামের মধ্যে শিশু পার্ক নির্মাণ  হয়েছে। পার্কে শিশুদের নিয়ে ঘুরতে আসতে পারবো। শিশুরা অনেক আনন্দ করবে। শিশুদের মানসিক ও মেধার বিকাশ ঘটবে।

কামার খালী থেকে এই শিশু পার্কে ঘুরতে আসছেন কামাল হোসেন তিনি বলেন, মাগুরায় মূলত কোথায় শিশুদের নিয়ে ঘুরার মত জায়গা ছিল না। এখানে একটা পার্ক তৈরি করছে তাই আমার সন্তানকে নিয়ে বেড়াতে আসছি।

মাগুরা পৌরসার মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, প্রায় তিন একর জামির ওপর ১৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, এ মাসের মধ্যেই পৌর শিশু পার্কটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এটা চালু হলে দ্বিতীয় পর্যায়ে একটি পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। এটার মধ্যে দিয়ে মাগুরা মানুষের বিনোদনের পূরণ হবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।