ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
সিলেটে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. জাকারিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের পশ্চিমে বড় ভাঙার ডহর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

জাকারিয়া উপজেলার বর্নি কান্দিবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি ট্রাকে বালু-পাথর লোড-আনলোডে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের বড় ভাঙার ডহরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন জাকারিয়া। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে না পেরে দমকল বাহিনীকে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে দমকল বাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে ওই ডহরে তলিয়ে যান জাকারিয়া। বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ট্রাকে পাথর উত্তোলনে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।