ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুন লেগে পুড়ল ২০ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
রাঙামাটিতে আগুন লেগে পুড়ল ২০ ঘর আগুন লেগে পুড়ে গেছে অন্তত ২০ কাঁচা-পাকা ঘর

রাঙামাটি: রাঙামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ি এলাকায় আগুন লেগে পুড়ে গেছে অন্তত ২০টি কাঁচা-পাকা ঘর।  

শুক্রবার (১৮মার্চ) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই এলাকার একটি বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী অন্তত ২০টি কাঁচা-পাকা ঘর লেগে যায়। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।

রাঙামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুনবী জানান, আগুন লাগার কারণ এবং কয়টি ঘর পুড়ে গেছে তার সঠিক হিসেব নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় আনুমানিক ৩৫টি পরিবার বসবাস করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।