ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রামের বাড়িতে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
গ্রামের বাড়িতে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা

নেত্রকোনা: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা আজ শনিবার (১৯ মার্চ) তার নিজ জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

সাবেক সাহাবুদ্দিন আহমেদের ভাতিজা সোহরাব উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে সাহাবুদ্দিন আহমেদের মরদেহ পেমই গ্রামে নিয়ে আসা হয়। এরপর এখানে প্রথম জানাজা শেষে আবারও মরদেহটি ঢাকায় নিয়ে যাওয়া হবে। মহামান্য রাষ্ট্রপতির জানাযায় ইমামতি করেন মাওলানা শহিদুল ইসলাম।

এর আগে, রাষ্ট্রপতিকে গার্ড অব অর্নার দেয়া হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ, উপজেলা আওয়ামী লীগের নেতা, কেন্দুয়া পৌরসভার মেয়রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এর আগে, সকাল ১০টা ২৫ মিনিটে সাহাবুদ্দিন আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।