ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার ( ১৯ মার্চ) এক শোকবার্তায় ড. মোমেন, প্রয়াত রকিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে রকিবুর রহমানের টানা তিন মেয়াদে দীর্ঘ ছয় বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন মেয়াদে ১২ বছর ডিএসই'র কাউন্সিলর বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে রকিবুর রহমান সর্বাত্মক চেষ্টা করে গেছেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
টি আর/এনএইচআর