ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।  

রোববার (২০ মার্চ) মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ভদ্রখোলা গ্রামের শাজাহান হাওলাদার ও জলিল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সন্ধ্যার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।