ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র, গুলিসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (২০ মার্চ) দুপুরের দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান।
আটকরা হলেন- একই উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও পার্শ্ববর্তী হাবিবপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে সিজান (২২)।
মেজর শরিফুল আহসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরের দিকে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি মোবাইলফোন, একটি ধারালো অস্ত্র ও নগদ টাকা জব্দ করা হয়। আটকদের নামে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস