মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২০ মার্চ) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- জেলার সিংগাইর পৌরসভার ঘোনাপাড়ার মহিদুর ইসলাম ছেদুর ছেলে রাসেদ (৩২), উপজেলার গোলরা গ্রামের মৃত সাইদুল্লাহর ছেলে খন্দকার তৌকির (৩১), সদর উপজেলার ষোলন্ডি গ্রামের মো. আমেজ উদ্দিনের ছেলে মো. রাজু (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, শনিবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোনাপাড়া থেকে ওই তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার মূল্যে ২ লাখ টাকা। গ্রেফতার তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের নামে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস