ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরস্কার নিতে লন্ডন গেলেন জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
পুরস্কার নিতে লন্ডন গেলেন জাফরুল্লাহ চৌধুরী

যুক্তরাজ্যে হাউস অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সঙ্গে আছেন স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরী।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।  

স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৯ মার্চ দুপুরে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হাউস অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের নির্বাচিত জনপ্রিয় এমপি স্টিফান টিমসের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন)। ‌

অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে অবস্থানকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেল্থ সেমিনারে বক্তব্য রাখবেন। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

এদিকে ঢাকা ত্যাগের আগে দেশবাসীর কাছে ভ্রমণের সফলতা ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তিনিG

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।