ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন- আরিফ হোসেন (২৮) ও মো. রোহান (২১)।
শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দ করা ৩০১ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯ লাখ ৩ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা এর আগেও মাদক সরবরাহ ও বিক্রি করেছে। দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করে তা যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
এসজেএ/এমএমজেড