রাজশাহী: রাজশাহী মহানগরীর সিটি হাট বাইপাসে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির (৩৩/১১ কেভি ২×১০/ ১৩.৩৩ এমভিএ) নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এই প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য নেসকো‘কে হস্তান্তর করা হয়েছে। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিইসি অ্যান্ড ফরচুন জেভি (চীন)।
এ সময় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিডিবির নির্বাহী প্রকৌশলী নিযামুল হক সরকার, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, নির্বাহী প্রকৌশলী (বি.বি.বি.বিমানবন্দর) জাহাঙ্গীর আলম ও মহানগর শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসএস/এসআইএস