ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনের টিকিট কলোবাজারি বন্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
নীলফামারীতে ট্রেনের টিকিট কলোবাজারি বন্ধের দাবি

নীলফামারী: ট্রেনের টিকিট কেলোবাজারি বন্ধের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা শহরের রেলগেইট মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডোমার পৌরসভার কাউন্সিলর রুবেল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ‘হৃদয়ে ডোমার’ এর সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ, পৌর কৃষকলীগের আহ্বায়ক আবু সাঈদ, সাংবাদিক আসাদুজ্জামান চয়ন, ছাত্রনেতা আজমির রহমান রিশাদসহ আরও অনেকে।

বক্তারা জানায়, রেলস্টেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে থাকেন। ফলে দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

এসময় দ্রুত সিন্ডিকেট ভেঙে কাউন্টার থেকে যাতে যাত্রীরা সহজে টিকিট পান এটি নিশ্চিত করারও দাবি জানায় তারা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।