ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত ফাইল ছবি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে কুড়িগ্রামগামী ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বিরামপুর স্টেশন প্লাটফর্মে মঙ্গলবার (৫ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত মাজেদা ওই উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।  

এ বিষয়ে নিহত বৃদ্ধার ছেলে শরিফুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার মা। বেশ কয়েক মাস থেকে মাজেদা পেটের পিড়ায় ভুগছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে এক ব্যক্তির খবর দিলে ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ শনাক্ত করে তারা।

বিরামপুর রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্লাটফর্ম ত্যাগ করে। এ সময় মাজেদা বেগম ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

হিলি রেলওয়ে থানার ইনচার্জ কাইকোবাদ হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।