ঢাকা: রাজধানীর বনানীতে ঢাক-ময়মনসিংহ সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপন করে।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। পরে ১০টা ৪২ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
তিনি বলেন, হঠাৎ বনানী মোড়ে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। তখন বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, যান্ত্রিক ত্রুটি হতে পারে। কিন্তু ফায়ার সার্ভিস থেকে জানানো হয় ঘটনাস্থলে পৌঁছাতে তাদের দেরি হয়েছে যানজটের কারণে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ৬ এপ্রিল
এজেডএস/এমএমজেড