ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন সোসাইটি (জেসিএস)।

বুধবার (৬ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য পিনু আক্তার নদী, মো. ইউনুস হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা জানান, দেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পাচ্ছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে দিনযাপন করা কষ্টদায়ক হয়ে পড়েছে। এ অবস্থার পরিত্রাণ পেতে দ্রুত প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।  

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।