ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদক পরিচালক জুলফিকার আলীর জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
দুদক পরিচালক জুলফিকার আলীর জানাজা অনুষ্ঠিত

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জুলফিকার আলীর নামাজে জানাজা সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মার্চ) দুপুর ১২টার দিকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা জানাজায় অংশ নেন।

জানাজার আগে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ মরহুম জুলফিকার আলীর আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান।  

এর আগে জুলফিকার আলীর লাশ দুদক কার্যালয়ে নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক মো. জুলফিকার আলী।

গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিয়েছেন। সবশেষ রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মো. জুলফিকার আলী ১৯৯৫ সালে দুর্নীতি দমন কর্মকর্তা (এসিও) হিসেবে দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।