ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানচরে রোহিঙ্গাদের সহযোগিতা দেবে জাপান: রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
ভাসানচরে রোহিঙ্গাদের সহযোগিতা দেবে জাপান: রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ভাসানচর দ্বীপ পরিদর্শন করেছেন। সেখানে ২৫ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করছেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে যোগ দেন জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইউহো হায়াকাওয়া। বুধবার (০৬ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এসব তথ্য জানায়।

২০২২ সালের জানুয়ারিতে ভাসানচরে ইউএনএইচসিআর ও ডাব্লিউএফপির কার্যক্রম সমর্থনে দুই মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে জাপান। ভাসানচরে জাপান সরকার আরো কীভাবে সহায়তা দিতে পারে, সেই লক্ষ্যে জাপানি রাষ্ট্রদূত সেখানে সফর করেন। একই দিনে ভাসানচরে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে।

জাপানি রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দল হাসপাতাল, খাদ্য বিতরণ কেন্দ্র, জীবিকা প্রকল্প, বাঁধ, শিক্ষা কেন্দ্র এবং নারী ও শিশুদের জন্য তৈরি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত ইতো নাওকি আর্থিক ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও উদ্বাস্তুদের সেবা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা, এনজিও, নৌবাহিনী এবং বাংলাদেশ সরকারের নিবেদিত কাজের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ভাসানচরে বাংলাদেশ সরকার খুব ভালো সুযোগ-সুবিধা প্রদান ও অবকাঠামো গড়ে তুলেছে। চট্টগ্রাম থেকে ভাসানচরে উদ্বাস্তুদের নিয়ে যাওয়ার সময় এবং দ্বীপে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় আমি জানতে পারলাম, তারা উন্নত জীবন-জীবিকার সুযোগ এবং নিরাপত্তার জন্য কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত হয়েছেন।

তিনি বলেন, জাপানের প্রাথমিক দুই মিলিয়ন ডলারের তহবিল এবং অন্যান্য দাতাদের সহযোগিতা সত্ত্বেও আরো মানবিক পরিষেবার জন্য অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন বলে মনে হচ্ছে। আমি আশা করি দ্বীপের শরণার্থীদের আরো সহায়তা প্রদানের পথ প্রসারিত হবে। এ লক্ষ্যে জাপান জাতিসংঘ এবং এনজিওগুলোকে সমর্থন অব্যাহত রাখবে।

মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রচেষ্টার পাশাপাশি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নত জীবনযাত্রার জন্য জাপান সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আরো সহযোগিতা করবে। এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান খোঁজা ‘মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’র জন্য সহায়ক হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।