ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে বাজার তদারকি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
দেবীগঞ্জে বাজার তদারকি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদর বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযান পরিচালনাকালে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষরণ অধিদপ্তর দুপুরে দেবীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এসময় এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪ হাজার ও ৩ গরুর মাংসের দোকানে মূল্যে তালিকা না রাখায় ও অপরিচ্ছন্ন থাকার কারণ ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সবাইকে সচেতন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।