বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবি হানিফ হাওলাদার (৬০) নামে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন পুশ করেছেন শামীমা নামে এক সেবিকা (নার্স)।
বুধবার (৬ এপ্রিল) সকালে ওই রোগীর শরীরে দুই মাস আগে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করা হয়।
রোগীর ছেলে জাকারিয়া হাওলাদার বলেন, সকাল ৭টার দিকে নার্স আমার বাবার শরীরে সরকারি স্যালাইন পুশ করেন। স্যালাইনের তিন ভাগের দুই ভাগ শেষ হলে আমার ছোট বোন হাসিনা বেগম স্যালাইনের মেয়াদোত্তীর্ণের বিষয়টি দেখতে পান। দ্রুতই স্যালাইনটি খুলে ফেলা হলেও বাবার শরীরে জ্বালা-যন্ত্রণা থাকায় দুঃশ্চিন্তা হচ্ছে আমাদের।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, হানিফ হাওলাদার নামে ওই রোগী শরীরে যন্ত্রণা নিয়েই হাসপাতালে আসেন। উচ্চ রক্তচাপও ছিল তার। এ অবস্থায় নার্স শামীমা স্যালাইনের মেয়াদ না দেখেই তার শরীরে পুশ করেন। তবে পুশ করার পরপরই আমরা বিষয়টি জানতে পারি। রোগী বর্তমানে স্বাভাবিক রয়েছেন। তারপরও রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত নার্স শামীমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়া স্টোরে স্যালাইন, ওষুধসহ মেয়াদোত্তীর্ণ অন্য কোনো মালামাল আছে কি না, সে ব্যাপারেও স্টোর কিপার ও নার্সিং ইনচার্জকে খোঁজ নিতে বলা হয়েছে।
এর আগে গত ৪ মার্চ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুল্লাহ নামের এক রোগীকে মেয়াদোত্তীর্ণ এন্টিবায়োটিক দেওয়া হয়। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
এসআই