ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ল্যাব-কেমিস্ট নেই, কারখানায় তৈরি হতো নকল সফট ড্রিংকস পাউডার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
ল্যাব-কেমিস্ট নেই, কারখানায় তৈরি হতো নকল সফট ড্রিংকস পাউডার 

নোয়াখালী: চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ, নকল পণ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় অবৈধভাবে নকল সফট ড্রিংকস পাউডার তৈরির অপরাধে ‘মিশন সফট ড্রিংকস পাউডার’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাংলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া।  

অভিযানে সহযোগিতা করে সোনাইমুড়ী থানা পুলিশ।

অভিযান সূত্রে জানা যায়, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলা বাজারে ‘মিশন সফট ড্রিংক পাউডার’ নামে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

ওই প্রতিষ্ঠানটি অবৈধভাবে কোনো প্রকার ল্যাব ও কেমিস্ট ছাড়াই সফট ড্রিংকস পাউডার তৈরি করে আসছিল। অভিযানের সময় বিষয়টি প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. ফয়েজ আহমেদ চৌধুরীকে জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীর জন্য তাকে সর্তক করা হয়েছে।
 
জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে আমাদের এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।